Pages

Thursday, April 9, 2015

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা সড়ক দূর্ঘটনায় বরিশালগামী বাস- নিহত ২৪

২০১৫ এপ্রিল ০৯ ০৭:৫৭:৪৯
এস.এম. তরুন,
ফরিদপুর প্রতিনিধি:
ঢাকা থেকে বরিশালগামী সোনারতরী পরিবহনের একটি বাস ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কৈডুবী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগলে নিহত হয়েছে ২৪ জন। এ ঘটনায় আহত হয়েছে ২০ জন। তাদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা আহতদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনায় ঘটনাস্থলেই ১৯ জন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ৩ জন ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়।
দূর্ঘটনাস্থলের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশের র‌্যাকার দূর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
হাই-ওয়ে পুলিশের মাদারীপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা সোনার তরী পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৭০৭৪) দুর্ঘটনাস্থলে আসলে চালক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা দেয়। এ সময় বাসটির মাঝখান হতে দুইভাগে ভাগ হয়ে যায়। উদ্ধারকারীরা বাসটির ভেতর থেকে ১৯টি মৃতদেহ উদ্ধার করে। গুরুতর অবস্থায় ২৫ জনকে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়।
বাসযাত্রীদের প্রায় সকলেই বরিশাল অঞ্চলের হওয়ার নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে তাদের সাথে থাকা মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদেরকে সংবাদ দেওয়ার চেষ্টা চলছে।




1 comment: